প্রকাশিত: Thu, May 18, 2023 2:13 PM আপডেট: Mon, Jan 26, 2026 3:21 AM
১০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে মিয়ানমার জান্তা: জাতিসংঘ
সাজ্জাদুল ইসলাম: গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ২০২১ সালে উৎখাতের পর মিয়ানমার জান্তা কমপক্ষে ১০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করেছে। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের প্রধান রেপোটিয়ার গত বুধবার টম অ্যান্ড্রুজ একথা বলেন । আল-জাজিরা
তিনি বলেন, ‘রাশিয়া ও চীন এবং সিঙ্গাপুরের কয়েকটি কোম্পানি এসব উন্নত ধরনের অস্ত্র সরবরাহের প্রধান উৎস। সামরিক অভূত্থানের পর দেশ দু’টি যথাক্রমে ৪০ কোটি ও ২৬ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে এসব অস্ত্রশস্ত্র কেনা হয়েছে।’
তিনি বলেন, সামরিক জান্তাকে সরবরাহ করা অস্ত্রের মধ্যে রয়েছে জঙ্গী বিমান, ড্রোন, যোগাযোগ সরঞ্জাম ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ভিওএ
জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অ্যান্ড্রুজ বলেন, রাশিয়ার সরবরাহকারীরা যে অস্ত্র দিয়েছে তা মিয়ানমারে সম্ভবত যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের কাজে ব্যবহৃত হয়েছে।
তিনি বলেন, ‘এই সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম অব্যাহতভাবে মিয়ানমারের সামরিক বাহিনীকে সরবরাহ করা হচ্ছে যদিও এ বাহিনীর বিরুদ্ধে নির্মম অপরাধ চালানোর যথেষ্ট প্রমাণ রয়েছে।’
নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সামরিক বাহিনী ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে। ওই নির্বাচনে পার্লামেন্টে ৪৯৮টি আসনের মধ্যে তাদের দল মাত্র ৩৩টি আসন পেয়েছিল। লেটেস্টলি
জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে সেই থেকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্তত তিন হাজার বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। সাড়ে ১৭ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যূত হয়েছে। জাতিসংঘ বলছে, দেশটিতে অন্তত ১ কোটি ৭৬ লাখ লোকের প্রয়োজন মানবিক সহায়তা। সম্পাদনা: জাফর খান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে